জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নরসিংদী
সেবার তালিকা
ক্রমিক নম্বর |
সেবার নাম |
প্রয়োজনীয় কাগজপত্র |
সেবার মূল্য |
সেবাগ্রহীতা |
সেবা প্রদানের সময় সীমা |
দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
আপীলকারী কর্তৃপক্ষ |
০১ |
মাঠ পর্যায়ে কেন্দ্রসমূহের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ সরবরাহ |
নির্ধারিত ফরমে আবেদনপত্র |
বিনামূল্য |
বেসরকারি সংস্থা/ সেচ্ছাসেবি সংস্থা |
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো হতে প্রাপ্তি সাপেক্ষে ১৫দিন |
সহকারী পরিচালক,জেউশিব্যু, ফোন:- +৮৮-৯৪৬৩৫৪৪ ই-মেইল:- adnarshingdi @bnfe.gov.bd |
মহাপরিচালক উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ২৩২/১, তেঁজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২৯৮। ফোন:- +৮৮- ০২-৯৮৮৭৮৯৫ ই-মেইল:- dg @bnfe.gov.bd |
০২ |
মাঠ পর্যায়ের কেন্দ্রসমূহের শিক্ষক/ শিক্ষিকা ও সুপারভাইজারদের প্রশিক্ষণ প্রদান |
আবেদনপত্র সহ কেন্দ্র ওয়ারী নির্বাচিত শিক্ষক/ শিক্ষিকা ও সুপারভাইজারদের নামের তালিকা (উনফেক কমিটি কর্তৃক অনুমোদিত) |
বিনামূল্য |
বেসরকারি সংস্থা/ সেচ্ছাসেবি সংস্থা |
কোর্সভিত্তিক বুনিয়াদি প্রশিক্ষণ- ৬দিন এবং সতেজীকরণ প্রশিক্ষণ- ৩দিন। |
||
০৩ |
উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি সংক্রান্ত যেকোন তথ্যাদি প্রদান |
নির্ধারিত ফরমে আবেদন করতে হবে |
বিনামূল্য |
সকল শ্রেণির জনগণ |
১-১৫ কার্যদিবস |
||
০৪ |
উপানুষ্ঠানিক শিক্ষা আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা |
নির্ধারিত আবেদনপত্র |
বিনামূল্য |
বেসরকারি সংস্থা |
৩০দিন |
||
০৫ |
সার্টিফিকেট প্রদান |
১/ শিক্ষার্থীদের ক্ষেত্রে: সিএমসি সভাপতি ও সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষক/ শিক্ষিকার সুপারিশ সম্বলিত আবেদনপত্র ২/ শিক্ষক/ শিক্ষিকা ও সুপারভাইজাদের ক্ষেত্রে:- বাস্তবায়নকারি সংস্থার প্রত্যায়নপত্র |
বিনামূল্য |
কেন্দ্রের শিক্ষার্থী, শিক্ষক/ শিক্ষিকা ও সুপারভাইজার |
৩০দিন |
||
০৬ |
সামাজিক উদ্বুদ্ধকরণ |
প্রয়োজন নেই |
বিনামূল্য |
শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা/ কর্মচারি সংশ্লিষ্ট সকল |
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নির্দেশনা অনুযায়ি। |
মোঃ আফিল উদ্দিন সিকদার
সহকারী পরিচালক
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো
নরসিংদী
ফোনঃ-৯৪৬৩৫৪৪
মোবাইল নং-০১৭১২২৪২১৯৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস