Wellcome to National Portal
Main Comtent Skiped

Future Plan

ভবিষ্যৎ পরিকল্পনাঃ

ক) মৌলিক সাক্ষরতা প্রকল্পের যে সকল শিক্ষার্থী সফলভাবে শিক্ষা কোর্স সপাপ্ত করবে তাদের ১০% অর্থাৎ ৫৪০০ জনকে প্রিভেক- ০২ মাসের জীবিকায়ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে।

খ) প্রতিটি ইউনিয়নে ০১টি করে কমিউনিটি লার্নিং সেন্টার একই সঙ্গে রিসোর্স সেন্টার স্থাপন করা হবে।

গ) যে সকল উপজেলায় রক্স প্রকল্প নেই সে সকল উপজেলায় ‘সেকেন্ডচান্স’ প্রকল্পের মাধ্যমে ৮-১৪বৎসর বয়সী ড্রপ-আউট শিশুদের মূল ধারায় নিয়ে আসা হবে।

ঘ) পৌরসভার কর্মজীবি শিশুদের জন্য মৌলিক সাক্ষরতা কার্যক্রম পরিচালনা।

ঙ) গঠিত উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ডের কার্যক্রম সম্প্রসারণ করা।